নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের চাপায় ছয় বছরের শিশু জান্নাতুল্লাহ নিহত হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার উদ্ধবগঞ্জ-মোগরাপাড়া চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চৌরাস্তা সড়কের খন্দকার প্লাজার সামনে নানা-নানীর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামে জান্নাতুল্লাহ। সেসময় পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে।’
পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘শিশুর স্বজনদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা কেউ আহত কি না, বলা যাচ্ছে না। স্বজনদের খোঁজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
Comments