বেনজেমা অসাধারণ ছন্দে আছে: জিদান
ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর থেকেই রিয়াল মাদ্রিদকে যারা টানছেন তাদের মধ্যে করিম বেনজেমা অন্যতম। জাদুকরী ছন্দে আছেন এ ফরাসি। আগের দিনও তার নৈপুণ্যেই এইবারের বিপক্ষে জয় পেয়েছে দলটি। আর তার এমন ছন্দে দারুণ মুগ্ধ রিয়াল কোচ জিনেদিন জিদান।
এইবারের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দলকে শুরুতেই এগিয়ে দেন বেনজেমা। এরপর সতীর্থদের দারুণ দুটি পাস দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। সবমিলিয়ে বেনজেমাময় একটি জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
এ নিয়ে ৩০ বার একই ম্যাচে গোলের পাশাপাশি অ্যাসিস্টও করলেন বেনজেমা। একবিংশ শতাব্দীতে রিয়ালের হয়ে তার চেয়ে বেশি এ কীর্তি করতে পেরেছেন রোনালদো। ৪৪ ম্যাচে গোল ও অ্যাসিস্ট দুটোই করেছিলেন এ পর্তুগিজ তারকা।
সব প্রতিযোগিতা মিলে এটা রিয়ালের টানা পঞ্চম জয়। লিগে চতুর্থ। আর এ জয়ে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদকে স্পর্শ করেছে তারা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো। তবে দুইটি ম্যাচ কম খেলেছে তারা।
আর এমন জয়ের পর বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ, 'সে অসাধারণ ছন্দে রয়েছে। শুধু গোলই করছে না। ম্যাচে সে আমাদের নিয়ন্ত্রণ এনে দেয় যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে দলের অন্য সবারও নিজেদের কাজটা করার তাগিদ বাড়ে।'
আগের দিন ম্যাচের শুরুতে বেনজেমার গোলের পর লুকা মদ্রিচের গোলে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর একটি গোল করে ব্যবধান কমিয়েছিল এইবার। ফিরতে পারতো সমতায়। ডি-বক্সে লক্ষ্যের দিকে যাওয়া বলে হাত লেগেছিল সের্জিও রামোসের। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। এমনকি ভিএআরের দায়িত্বে থাকা অফিশিয়ালরাও এড়িয়ে গেছেন।
তবে এ বিষয়ে কথা বলতে নারাজ জিদান, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রেফারি সে (পেনাল্টি না দেওয়ার) সিদ্ধান্তে নিশ্চিত ছিলেন। সবসময়ের মতো আমি এসবে জড়াতে চাই না। রেফারিরা তাদের সিদ্ধান্ত দিয়েছেন এবং এটাই।'
Comments