গুলিতে নিহতের ৪ দিন পর হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ক্যাম্পছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার চারদিন পর একটি হাতির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার বন বিভাগ।
Elephant Final.jpg
বন্য হাতি। স্টার ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ক্যাম্পছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার চারদিন পর একটি হাতির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার বন বিভাগ।

গত ১৭ ডিসেম্বর দুর্বৃত্তরা হাতিটিকে হত্যা করলেও, স্থানীয় বন কর্মকর্তারা আজ সোমবার পর্যন্ত বিষয়টি গোপন রাখেন।

রোববার ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে হাতিটিকে মৃত পড়ে থাকতে দেখেন। হাতিটির চোখের কাছে বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। পরে কক্সবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. নেবুলাল দত্তের তত্ত্বাবধানে মরদেহের ময়নাতদন্ত করা হয়।

ডা. নেবুলাল দ্য ডেইলি স্টারকে জানান, ক্যাম্পছড়ি রিজার্ভ বনে যখন হাতিটিকে পাওয়া যায়, ততক্ষণে তার মরদেহ পচে গেছে।

এর চোখের কাছে গুলির আঘাত পাওয়া গেছে, যার ফলে রক্তক্ষরণ হয়। এ কারণেই ১৭ ডিসেম্বর হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।

কক্সবাজার (উত্তর) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জনবলের অভাবে মরদেহ সন্ধান করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সংশ্লিষ্ট বিভাগকে ময়নাতদন্ত করতে বলি।’

হাতি বাঁচাতে জনগণের মধ্যে সচেতনতা তৈরির প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, ইলিয়াস নামের এক ব্যক্তি তার বাগান সুরক্ষার জন্য হাতিটিকে গুলি করেছিলেন।

Comments

The Daily Star  | English
train derailed in Tejgaon

Dhaka's rail link with rest of the country restored

The rail connectivity between Dhaka with the rest of the country has been restored 4.5 hours after the derailment of a train in Tejgaon

18m ago