দিনাজপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে গেটম্যান নিহত
দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের পাশে রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে গেটম্যান সুশান্ত কুমার দাস (৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে ফুলবাড়ী স্টেশন মাস্টার মো. ইস্রাফিল সরকার বলেন, ‘রাত দেড়টায় খুলনা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা ২৩ আপ রকেট মেইল ট্রনটি ১নং লাইনের প্লাটফর্মে নেওয়া হয়। ২নং লাইনে এমজিবিসি (মালবাহী) ট্রেন নেওয়ার কথা ছিল। সিগনাল দেওয়ার আগেই মালবাহী ট্রেনটি ১নং লাইনে ঢুকে পড়ে। স্টেশনের পাশের ক্রসিং খোলা থাকায় সে সময় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে গাড়ি চলাচল করছিল। মালবাহী ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় ট্রাকের নিচে চাপা পড়ে গেটম্যান সুশান্ত নিহত হন। প্রায় পাঁচ ঘণ্টা পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’
Comments