দীর্ঘ বিরতির ইতি টানছে ফেডারেশন কাপ
আন্তর্জাতিক অঙ্গনে এর মধ্যেই মাঠে নামা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের। স্কুল ফুটবল ও নারীদের ফুটবলও মাঠে গড়িয়েছে। তবে পুরুষদের কোনো ঘরোয়া আসর এখনও মাঠে গড়ায়নি। সে অপেক্ষা ফুরোচ্ছে। যে অনাকাঙ্ক্ষিত বিরতির সূত্রপাত হয়েছিল গত মার্চে, তার অবসানের পর দেশের ফুটবল অঙ্গন সরব ছিল নির্বাচন নিয়ে। এবার আমেজ-উত্তাপ ছড়াবে মাঠের খেলা। সবমিলিয়ে নয় মাস এক সপ্তাহ পর। ১৩ দল নিয়ে ঘরোয়া নতুন মৌসুমের প্রথম প্রতিযোগিতা ফেডারেশন কাপ শুরু হচ্ছে মঙ্গলবার বিকালে।
এই আসর মাঠে গড়ানো নিয়ে কম ধকল পোহাতে হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। নানা কারণে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়নের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত ছিল। দোলাচলের মেঘ সরিয়ে তাদের নিয়েই শেষ পর্যন্ত আসর শুরু করতে পারছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত আসরের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে উদ্বোধনী ম্যাচে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু বিকাল সাড়ে পাঁচটায়।
লম্বা বিরতির পর ফুটবল মাঠে গড়ানোয় কিছু সমস্যা থেকে যাচ্ছে। বিশেষ করে, ক্লাবগুলোর অনুশীলনে ঘাটতির কথা উল্লেখ করেছেন কোচরা। এক বসুন্ধরা কিংস ছাড়া আর কোনো দলই সে অর্থে প্রস্তুতি নিতে পারেনি। সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ পল পুটের কণ্ঠে তাই আক্ষেপই ঝরেছে, ‘বাংলাদেশ ইউরোপ নয়, যেখানে দুই থেকে তিন সপ্তাহ ছুটির পরে খেলোয়াড়রা প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দেয়। এত অল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সত্যিই কঠিন।’
অনুশীলনের ঘাটতি রয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডেরও। বেশ কিছু বিদেশি খেলোয়াড়দের স্বাক্ষর করিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটি। যার মধ্যে রয়েছেন দুজন ব্রাজিলিয়ানও। তাই ফেডারেশন কাপ জয়ের আশাবাদ শোনা গেছে কোচ মারিও লেমোসের কণ্ঠে, ‘দলের উন্নতির জন্য কিছু নতুন বিদেশি খেলোয়াড়দের স্বাক্ষর করানো হয়েছে এবং আমরা আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা ফেড কাপ জিততে পারি। এটি সহজ হবে না। তবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রয়েছি।’
বাকিদের প্রস্তুতিতে কমতি থাকলেও ১৭ সপ্তাহ ধরে অনুশীলন করে যাচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ফলে শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি। যদিও বেশ কিছু ক্লাব থেকে চ্যালেঞ্জ প্রত্যাশা করছেন তাদের কোচ অস্কার ব্রুজোন, ‘আমি মনে করি, দীর্ঘ বিরতির পরে প্রতিটি দলই সমস্যার মুখোমুখি হবে। গত কয়েক মাসে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আমরা আমাদের খেলার স্টাইল পুনর্গঠন করেছি। আমার মতে, এবার আরও বেশি ক্লাব (বসুন্ধরার সঙ্গে আবাহনী, সাইফ, শেখ রাসেল ক্রীড়া চক্র) প্রতিদ্বন্দ্বিতায় থাকবে এবং শিরোপা জয়ের চ্যালেঞ্জ জানাবে।’
Comments