শিগগির গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে: নুর
শিগগির গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আজকে দেশে তারুণ্যের যে গণআন্দোলন শুরু হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে-গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আজকে তরুণ সমাজ নতুন রাজনৈতিক দল গঠনে কাজ করছে বলে অত্যাচার করছেন। আমরা এই অত্যাচার-নিপীড়ন-নির্যাতনের মধ্যেও কাজ করে যাচ্ছি। শিগগির আমাদের দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’
ডাকসু হামলার এক বছর উপলক্ষে ‘বিচারহীনতার বিরুদ্ধে কালো পতাকা মিছিল’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ হয়ে পল্টন মোড়ে এসে অবস্থান নেন।
এ সময় তারা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
Comments