টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কথিত ইয়াবা চোরাকারবারি নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে এক ইয়াবা চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ইয়াবা চোরাকারবারির পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, ‘আজ ভোর রাতে উপজেলার বাহারছড়া শামলাপুর এলাকায় তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি লম্বা চাকু ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
‘ওই এলাকায় টহল দেওয়ার সময় র্যাবের একটি দল কয়েকজনকে পালিয়ে যেতে দেখে। ধাওয়া দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সে সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে’— বলেন শাহ আলম।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনো নিহত ব্যক্তি পরিচয় শনাক্ত করা যায়নি। র্যাব জানিয়েছে, তাদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
Comments