এমপি পাপুলের স্ত্রী, মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
দুদকের দায়ের করা ১৪৮ কোটি ৪১ লাখ টাকার দুর্নীতি মামলায় কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে অবকাশকালীন নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাপুলের স্ত্রী ও মেয়ের আবেদনের ওপর ভার্চুয়াল শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দিয়েছেন।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, গত ১০ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ সেলিমা ইসলাম ও ওয়াফা ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়ে ঢাকা মহানগর দায়রা জজের আদালতে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিলেন।
তিনি আরও বলেছেন, অভিযুক্তরা হাইকোর্টের সেই নির্দেশ মোতাবেক ২০ ডিসেম্বর মহানগর দায়রা আদালতে আত্মসমর্পন করলে আদালত ‘অবকাশকালীন’ শব্দটি না থাকায় তাদের আত্মসমর্পণ গ্রহণ করেননি।
এরপর, দুদকের আইনজীবী ও অভিযুক্তরা ‘অবকাশকালীন’ শব্দটি যোগ করার জন্যে হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট আজ আদেশে শব্দটি যোগ করে দিয়ে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে অভিযুক্তদের অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান।
আরও পড়ুন:
দুদকের মামলায় এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
Comments