যুক্তরাজ্যে বিমান চলাচলের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

biman bangladesh
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বিমান চলাচলের বিষয়ে বাংলাদেশ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম মহিবুল হক। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নতুন ধরনের করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিদ্ধান্ত কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ‌্যে সৌদি আরব গতকাল সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এ অবস্থায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কী হবে জানতে চাইলে মহিবুল হক বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

ব্রিটিশ সরকার নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বাতিলের ঘোষণা দেয়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। যা থেকে আবারও দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
yunus meeting tarique rahman in london

Yunus-Tarique meeting set to begin shortly

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

12m ago