বরগুনায় হরিণের মাথা ও চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার দুপুরে পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উপজেলার জ্বীনতলা খালের পাশ থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথা ও চামড়া পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা এগুলো রেখে পালিয়ে গেছে। একটি প্লাস্টিকের ব্যাগে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে যোগ করেন তিনি।
Comments