তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল
নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীসহ দুই জন এবং দুই জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অডিটোরিয়ামে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মতিয়ুর রহমান।
মতিয়ুর রহমান বলেন, ‘তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাত জন। এর মধ্যে চার জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন: বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদ। যাচাই বাছাই শেষে বিএনপি সমর্থিত প্রার্থী নাসির ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রস্তাবকারী একই ব্যক্তি হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়। আর সকল কাগজপত্র ঠিক থাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আবু সাঈদের প্রার্থিতার বৈধতা দেওয়া হয়। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জনের মধ্যে এক জনের এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১২ জনের মধ্যে এক জনের প্রার্থিতা বাতিল করা হয়। বয়স ২৫ বছরের কম হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়।’
তিনি আরও বলেন, ‘কোনো ভোটার প্রস্তাবকারী হিসেবে অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পদে একাধিক মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করলে ওই মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।’
বিএনপি সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্র করে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমার প্রস্তাবকারী দিলবার হোসেনের স্বাক্ষর জাল করে এ অবৈধ কাজটি করেছেন। আমি এ ব্যাপারে আদালতে মামলা করব।’
স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন, ‘আমার প্রস্তাবকারী দিলবার হোসেনকে ভয় দেখিয়ে স্বাক্ষর নিয়েছেন নাসির উদ্দিন। এ কারণে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বাতিল করেছে। আমি এ ব্যাপারে মামলা করব।’
প্রসঙ্গত আগামী ২৯ ডিসেম্বর তারাব পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা নয়টি; সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা তিনটি; মোট ভোট কেন্দ্র ৪৩টি; মোট ভোট কক্ষ ২৮২টি; মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২৬৯।
Comments