বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সমকালের সেকান্দার

ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন মোহাম্মদ সেকান্দার আলী।
bspa
ছবি: বিএসপিএ

ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ২০১৯ সালের বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন মোহাম্মদ সেকান্দার আলী। তিনি দৈনিক সমকালের সিনিয়র স্পোর্টস রিপোর্টার।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ২০২০ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পাঁচ সদস্যের জুরি বোর্ড অংশগ্রহণকারীদের মধ্যে সেকান্দারকে সর্বোচ্চ নম্বর দিয়েছে। ২০১৯ সালের অক্টোবরে সাকিব আল হাসান নিষিদ্ধ হচ্ছেন, এমন প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় এসেছিলেন তিনি।

ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন।

স্পোর্টস ফটোগ্রাফি বিভাগে ২০১৯ সালের সেরা হয়ে কালের কণ্ঠের বিশেষ ফটো সাংবাদিক মীর ফরিদ জিতেছেন বদরুল হুদা ট্রফি। দ্য ডেইলি স্টারের স্টাফ ফটো সাংবাদিক ফিরোজ আহমেদ প্রথম রানারআপ ও প্রথম আলোর বিশেষ ফটো সাংবাদিক শামসুল হক টেংকু দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন।

বিএসপিএ আরও তিনটি বিভাগে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কৃত করেছে। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক- মোহাম্মদ ইউসুফ আলী ও মাহমুদুল হাসান শামীমকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ প্রমুখ।

Comments

The Daily Star  | English
Outcomes of Cop28

The consensus and clashes COP28 brought up

It is almost certain that in the end, some progress would be made on some of the contentious issues, but a decision to act on key areas will most likely be kicked down the road once again.

2h ago