আন্তর্জাতিক

৩৭০ ধারা বাতিলের প্রতিক্রিয়া, জয়ের পথে ফারুক আবদুল্লাহর জোট

ভারত-শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফল পেল বিজেপি। ৩৭০ ধারা বাতিলের প্রতিক্রিয়া দেখা গেল ভোটের বাক্সে। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পর সেখানে অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে বিজেপি-বিরোধী স্থানীয় গুপকার জোট রয়েছে জয়ের পথে।
শ্রীনগরে গুপকার জোটের বিজয়ী প্রার্থী মনজুর আহমেদ। ছবি: সংগৃহীত

ভারত-শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফল পেল বিজেপি। ৩৭০ ধারা বাতিলের প্রতিক্রিয়া দেখা গেল ভোটের বাক্সে। জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার পর সেখানে অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনে বিজেপি-বিরোধী স্থানীয় গুপকার জোট রয়েছে জয়ের পথে।

প্রাথমিক গণনায় জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন কাউন্সিল (ডিডিসি) নির্বাচনে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র নেতৃত্বাধীন গুপকার জোট সেখানকার ২০ জেলার মধ্যে নয়টিতে জয় পেয়েছে।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেষ সংবাদ পাওয়া পর্যন্ত জম্মু-কাশ্মীরে ২৮০ আসনের মধ্যে গুপকার জোট ১০০’র বেশি আসন জিতেছে। অন্যদিকে ৭৪ আসন নিয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। কংগ্রেস জয় পেয়েছে ২৭ আসনে।

মূল কাশ্মীর উপত্যকায় গুপকার জোট বিপুল ভোট পেলেও জম্মুতে এগিয়ে রয়েছে বিজেপি। কাশ্মীরে গুপকার জোট ৭২ আসনে জিতেছে। বিপরীতে বিজেপি সেখানে জিতেছে তিন ও কংগ্রেস জিতেছে ১০ আসন।

অন্যদিকে, জম্মুতে বিজেপি ৭১ আসন জিতেছে। বিপরীতে সেখানে গুপকার জোট ৩৫ ও কংগ্রেস ১৭ আসন জিতেছে।

ডিডিসি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়তে মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), ন্যাশনাল কনফারেন্স ও সিপিআইসহ কাশ্মীরের সাতটি রাজনৈতিক দল ‘গুপকার জোট’ গঠন করে।

ফারুক আবদুল্লাহ’র নেতৃত্বে এই জোট গঠন করা হয়।

কেন্দ্রশাসিত অঞ্চলের ২০ জেলায় ১৪টি করে মোট ২৮০ আসনে ভোটগ্রহণ হয়। ২৫ দিন ধরে আট দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখনও একটি জেলার ফল ঘোষণা করা হয়নি।

নির্বাচনের ফলাফলে ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিসহ সব সাবেক মুখ্যমন্ত্রীদের বাড়ি গুপকার রোডে বিজয় উদযাপন করা হয়নি।

এর আগে গুপকার জোটের নেতারা অভিযোগ করেছিলেন, ভোটের আগে তাদের প্রার্থীদের ঠিকভাবে প্রচার করতে দেওয়া হয়নি। নিরাপত্তাকর্মীদের কারণে অনেকে প্রচারণায় নামতে পারেননি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় সরকার।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

59m ago