আইনজীবী আটকের প্রতিবাদে আদালত বর্জন, বিক্ষোভ
রুবেল আহমেদ ভূঞা নামে এক আইনজীবীকে অপমান করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুরের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় আইনজীবীরা আদালত বর্জন করেন।
রুবেল আহমেদ ভূঞা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল আমি মো. আসাদুজ্জামান নুরের আদালতে মামলা করতে যাই। পেশকার জানান, বিচারক সাড়ে ১০টায় আদালতে উঠবেন। ১১টার পরেও তিনি আদালতে না বসায় আমি নির্দিষ্ট সময় জানতে চাই। আরও পরে আদালত শুরু হলে বিচারক বলেন, আমি কোর্টে বিশৃঙ্খলা করার চেষ্টা করছি। আমি বিশৃঙ্খলার চেষ্টা করিনি বলে আদালতকে জানাই। তিনি আমার মামলা না শুনে পরে আসতে বলেন।’
তিনি আরও বলেন, ‘বিচারকের কথা অনুযায়ী আমি পরে গেলে তিনি আদালত চলাকালে পুলিশ ডেকে আমাকে লকআপে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। বিচারক আমার সনদ বাতিল করে দেবেন এবং সব ম্যাজিস্ট্রেকে আমার কোনো মামলা না শুনতে বলে দেবেন— এমন জানান। আমি চরম অপমান বোধ করে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযাগ করি। রাতেই ঢাকা আইনজীবী সমিতির নেতা ও সিনিয়র আইনজীবীদের উপস্থিতিতে বিচারক তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন৷’
‘মীমাংসা হলেও সাধারণ আইনজীবীরা এই ঘটনা মেনে নেননি। তারা আজ বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন। তারা চান, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। যথা সময়ে বিচারক আদলতে উপস্থিত হবেন এবং স্বাভাবিক গতিতে মামলা পরিচালিত হবে’— রুবেল আহমেদ ভূঞা।
Comments