শ্রীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীকে নোটিশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার বিকেল পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাজী খান উপজেলা পরিষদ চত্বরে সমর্থকদের নিয়ে শোডাউন ও সভা করেছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি মনোনীত শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত শহিদুল্লাহ শহিদের বড় ভাই শাহ আলম স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে মেয়র পদে প্রার্থী চার জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত আনিছুর রহমান আনিছ, বিএনপি মনোনীত কাজী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রফিক মোমতাজী এবং স্বতন্ত্র্য প্রার্থী শাহ আলম। নির্বাচনে সাধারণ কাউন্সিলর হিসেবে ৪৯ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। তবে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শহিদুল্লাহ শহিদ ৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১৬ জানুয়ারি ইভিএমে শ্রীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে।
Comments