'জাপানি মেসি'কে নিয়ে সমস্যায় রিয়াল মাদ্রিদ

'জাপানি মেসি' হিসেবে খ্যাত তাকাফুসা কুবোকে নতুন সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ টাইম পাওয়ার জন্য তাকে ধারে এবার ভিয়ারিয়ালে পাঠিয়েছিল দলটি। কিন্তু মৌসুমের মাঝ পথেই তাকে আর রাখতে চাইছে না ইয়োলোরা। তাই আগামী জানুয়ারিতে তাকে ধারে পাঠানোর জন্য নতুন ক্লাব খুঁজতে হচ্ছে লস ব্লাঙ্কোসদের।
তবে রিয়ালের দুশ্চিন্তা অন্য জায়গায়। বার্সেলোনা থেকে তাকে আনার পর বড় প্রত্যাশা ছিল দলটির। শুরুতেই রিয়ালের একাদশে ঠিকভাবে জায়গা পাবেন না ভেবে কুবোর উন্নতির জন্য মায়োর্কাতে পাঠিয়েছিল তারা। আর গত মৌসুমে খারাপ খেলেননি তিনি। কিন্তু চলতি মৌসুমে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর থেকেই ছন্দহীনতায় ভুগছেন এ জাপানি। যে কারণে তার উপর আস্থা হারিয়ে ফেলেছে ভিয়ারিয়ালও। জানুয়ারিতেই তাকে ফেরত দিতে চাইছে তারা।
চলতি মৌসুমে ভিয়ারিয়ালের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন কুবো। সব মিলিয়ে লালিগায় ৩০০ মিনিটেরও কম খেলেছেন। কিন্তু অধিকাংশ সময়ে নিজের খোলসেই আবদ্ধ ছিলেন। কোনো গোলই করতে পারেননি। এক পর্যায়ে মূল একাদশে জায়গা হারিয়েও ফেলেন। সবশেষ ওসাসুনা ও অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে বদলী হিসেবেও নামার সুযোগ হয়নি।
আর তাকে দলে রাখতে না চাওয়ার কারণও জানিয়েছেন ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি, 'আমরা এমন কোনো খেলোয়াড়কে টানা ১০ ম্যাচ খেলাতে পারি না যে পারফর্ম করতে পারে না। তাকে ম্যাচ দেওয়া হয়েছিল এবং আরও খেলার জন্য তাকে তা অর্জন করতে হতো। স্কোয়াডের সব তরুণ খেলোয়াড়দের জন্য এমনটাই হয়। দলের সবচেয়ে বড় চাহিদা হলো জয়।'
তবে কদিন আগে দিয়ারিও স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে কুবো ভিয়ারিয়ালে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। নিজেকে প্রমাণ করতে চান তিনি। কিন্তু ক্লাবটি তাকে ধরে রাখতে রাজি নয়। এমতাবস্থায় তার জন্য বেশ কিছু নতুন ক্লাবের সঙ্গে আলোচনা করছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের সংবাদ অনুযায়ী গেতাফে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
Comments