করোনার নতুন স্ট্রেইন মোকাবিলায় ভারতের কর্ণাটকে নাইট কারফিউ
করোনাভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মধ্যে ভারতের কর্ণাটক সরকার আজ বুধবার থেকে রাজ্যটিতে নাইট কারফিউ জারি করেছে।
আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম বিষয়টি জানায়।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কারণে আজ থেকে আগামী দুই জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টার পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। এ বিষয়ে আমি সবার সহযোগিতা কামনা করছি।’
চলতি সপ্তাহে ভারতের মহারাষ্ট্রের পরে কর্ণাটক দ্বিতীয় রাজ্য হিসেবে এমন বিধিনিষেধ আরোপ করল। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যে প্রথম সন্ধান পাওয়া করোনার নতুন স্ট্রেইন ৭০ শতাংশ বেশি সংক্রামক।
রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর বলেছেন, যুক্তরাজ্যে উদ্ভূত হওয়া করোনাভাইরাসের স্ট্রেন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নাইট কারফিউ জারি করা হয়েছে। রাজ্য সরকার এই রাজ্যে আগত আন্তর্জাতিক যাত্রীদের তদারকি শুরু করছে।
‘২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০ টার পরে কোনো অনুষ্ঠান বা উৎসব উদযাপনের অনুমতি দেওয়া হবে না।’
Comments