গাজীপুরে র‌্যাবের অভিযানে ৮ ‘মাদক চোরাকারবারি’ গ্রেপ্তার

গাজীপুরে অভিযান চালিয়ে আট জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১। র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ফেন্সিডিল, মোবাইল এবং নগদ অর্থ। ছবি: সংগৃহীত

গাজীপুরে অভিযান চালিয়ে আট জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১। র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের সামন্তপুর (ফকিরপাড়া) এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্দুল জব্বার, গাজীপুর মহানগরের ছোট দেওড়া এলাকার আলম, সুনীল চৌহান, মনির হোসেন, রনি মিয়া, রাহাপাড়া এলাকার ফজলুর রহমান, আউটপাড়া এলাকার রুবেল আকন এবং মাদারীপুরের শিবচর উপজেলার পাবেল খান।

আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার নবীনগর-চন্দ্রা সড়কের লাবিব স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গাজীপুর মহানগরের সামন্তপুর (ফকির পাড়া) এলাকায় অভিযান চালিয়ে অপর সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আব্দুল জব্বারের কাছ থেকে ৯০ বোতল এবং অপর সাত জনের কাছ থেকে ১০০ বোতল বিদেশি ফেন্সিডিল, ১৮ পিছ ইয়াবা, একটি মোটরসাইকেল, ১০টি মুঠোফোন এবং নগদ দুই হাজার ২৪ টাকা জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

8 killed as private car falls into roadside canal in Pirojpur

At least eight people, including four members of a family, died after a private car plunged into a roadside canal in Pirojpur early today

3h ago