ময়মনসিংহে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহ র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) আজ বুধবার ভোররাতে এক অভিযান চালিয়ে নগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব-১৪ এর সিনিয়র পুলিশ সুপার (এএসপি) ও মিডিয়া অফিসার জুনাইদ আফ্রাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আজ ভোররাত ৪টার সময় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ মো. শাকিব (২০), মো. হাবিবুর রহমান (২৬) এবং মো. সুজন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেন।
এসময় তাদের কাছ থেকে গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ এবং ডাকাতি করে আসছিল।
তাদের ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
Comments