ভারতের ১০২ কোটি ডলারের পরাজয়
আন্তর্জাতিক সালিশ আদালতে কর মামলায় হেরে যাওয়ায় ইউরোপের কেয়ার্ন এনার্জিকে ১০২ কোটি ডলার ফেরত দিতে হবে ভারত সরকারকে।
এ নিয়ে নরেন্দ্র মোদির সরকার আন্তর্জাতিক আদালতে কর সংক্রান্ত মামলায় চলতি বছর দুই বার হারল।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংস্থাটির কাছে ভারতের কর পাওয়ার দাবি খারিজ করে দিয়ে আদালত সংস্থাটির তহবিল ফেরত দিতে বলেছে।
কেয়ার্নের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতের সব বিচারক একমত হয়ে বলেছেন, সংস্থাটির কাছে ভারতের করের দাবি যুক্তরাজ্য-ভারত দ্বিপাক্ষিক বিনিয়োগ রক্ষা চুক্তির লঙ্ঘণ।
তবে ভারত এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন সংবাদের পর আজ সকালে লন্ডন পুঁজিবাজারে কেয়ার্নের শেয়ার ৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। গত ১৭ বছরে কেয়ার্নের শেয়ার একদিনে এতোটা বাড়ল।
কেয়ার্নের কাছে পরাজয়ের আগে গত সেপ্টেম্বরে ভারত ভোডা ফোন গ্রুপের কাছে ৩ বিলিয়ন ডলার কর মামলায় হেরেছিল।
‘২০১২ সালের সংশোধনীটি সবার জন্যে সংকট সৃষ্টি করেছে’ উল্লেখ করে ভারতের আইনি সংস্থা ডুয়া অ্যাসোসিয়েটসের কর্মকর্তা চিত্রানশুল সিনহা গণমাধ্যমকে বলেছেন, ‘ভোডা ফোন ও ক্রেয়ার্ন মামলায় পরাজয় থেকে কর কৌশল বিষয়ে সবার শিক্ষা নেওয়া উচিত।’
Comments