রবির শেয়ার প্রথম দিনেই বেড়েছে ৫০ শতাংশ

পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথমদিনে ৫০ শতাংশ বেড়ে রবির শেয়ারের লেনদেন ১৫ টাকায় শেষ হয়েছে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানিটির শেয়ারের চাহিদা বেশি থাকায় অনেকেই কিনতে চাইলেও যারা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার পেয়েছেন তাদের মধ্যে বিক্রির প্রবণতা ছিল কম।

তবে নতুন কোম্পানির লেনদেনের ক্ষেত্রে প্রথম দুই দিনে ৫০ শতাংশের বেশি দাম বাড়ার সুযোগ নেই তাই দিনশেষে মাত্র ১ লাখ ১৭ হাজার শেয়ার ১৭ লাখ টাকার বিনিময়ে লেনদেন হয়েছে।

সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, যদিও রবির আর্থিক পারফরম্যান্স এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়, তবে কোম্পানিটির ভালো মুনাফা করার সম্ভাবনা রয়েছে এজন্যই বিনিয়োগকারীরা শেয়ারটি হাতে রাখতে চাইছেন।

শেয়ারবাজারে বিনিয়োগই করা হয় ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে, রবির ক্ষেত্রেও মানুষ সেই চিন্তাই করছে, তিনি যোগ করেন।

রবি পুঁজিবাজার থেকে ৫২ কোটি শেয়ার ইস্যু করে ৫২৩ কোটি টাকা উত্তোলন করেছে যা নেটওয়ার্কের পরিধি বাড়াতে ব্যয় করা হবে।

রবি আজিয়াটার পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি টাকা। যার চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ার প্রতি মুনাফার পরিমাণ ২২ পয়সা।

বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ১০ লাখের বেশি, যা বাজারের প্রায় ৩০ শতাংশ।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

28m ago