স্কুলছাত্র সামনুন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভোররাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম মো. মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেপ্তার করেছে।
গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে সামনুনকে অপহরণের পর মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সন্তান ফিরে পেতে বিকাশে ৬০ হাজার টাকা দিয়েছিল সামনুনের পরিবার। এর দুই দিন পরে ১৯ ডিসেম্বর মিরপুর ১০ নম্বর সেকশনে সামনুনের মরদেহ পাওয়া যায়। অপহরণ ও হত্যার ঘটনায় সামনুনের মা রোকসানা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।
সেই মামলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন— নূর আলম প্রলয়, ইউসুফ নেওয়াজ, খায়রুল ইসলাম এবং মাহফুজুর রহমান।
Comments