ইসরায়েলের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় তুরস্ক: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আরও ভালো সম্পর্ক চায় তুরস্ক। এজন্য দু’পক্ষের মধ্যে গোয়েন্দা পর্যায়ে আলোচনা অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
রয়টার্স জানায়, দু’দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি ২০১৮ সালে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল আঙ্কারা। তারা বারবার পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের সঙ্গে আচরণের নিন্দা জানিয়েছে।
শুক্রবারের নামাজের পর এরদোয়ান ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, ‘শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আমাদের সমস্যা আছে। যদি শীর্ষ পর্যায়ে কোনো সমস্যা না থাকত, তাহলে আমাদের সম্পর্ক ভিন্ন হতে পারত।’
তবে তিনি মন্তব্য করেন, ‘ফিলিস্তিন নিয়ে ইসরায়েলের নীতিগুলো ‘অগ্রহণযোগ্য’।’
Comments