কিশোরগঞ্জে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার ভোরে উপজেলার প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন— প্রজারকান্দা গ্রামের বাসিন্দা বাদল মিয়া (৪০) ও শান্তিপুরের মিরাজ মিয়া (৭০)। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুই গ্রামের যুবকদের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। ফজরের নামাজের পরে প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের বাসিন্দারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত অধিকাংশ ব্যক্তিকে চিকিৎসার জন্য আজমেরীগঞ্জে নেওয়া হয়েছে। বাকিরা কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’
Comments