খাগড়াছড়িতে অতিরিক্ত কাঠবোঝাই ট্রাকে ভাঙল বেইলি ব্রিজ
খাগড়াছড়িতে আজ শনিবার সকালে অতিরিক্ত কাঠ নিয়ে দুটি ট্রাক দিঘীনালা-লংগদু সড়ক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে।
দিঘীনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় প্রায় সাত জন আহত হয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের খাগড়াছড়ি ইউনিট প্রধান প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটির ধারণ ক্ষমতা পাঁচ টন কিন্তু ৪০ টনেরও বেশি অতিরিক্ত কাঠ নিয়ে ট্রাক দুটি সেতু পার হওয়ার কারণেই ব্রিজটি মারাত্মকভাবে ভেঙে পড়ে।’
‘সেতুটি মেরামত করতে আমাদের ৮-৯ দিন সময় লাগতে পারে,’ বলেন তিনি।
দুর্ঘটনার পর খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার সঙ্গে রাঙ্গামাটির লংগদু উপজেলার যোগাযোগ বন্ধ আছে বলেও জানান তিনি।
Comments