ইইউতে পৌঁছেছে ভ্যাকসিন, কাল থেকে দেওয়া শুরু

করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ছে, সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর দেশগুলোতে আজ শনিবার পৌঁছেছে ফাইজার-বায়োএনটেক এর করোনা ভ্যাকসিন। আগামীকাল থেকে ইইউ এর ২৭টি দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এএফপি।

করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ছে, সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর দেশগুলোতে আজ শনিবার পৌঁছেছে ফাইজার-বায়োএনটেক এর করোনা ভ্যাকসিন। আগামীকাল থেকে ইইউ এর ২৭টি দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এএফপি।

এর আগে গত ২১ ডিসেম্বর ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের অনুমোদন দেয় ইইউ এর নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বের বিভিন্ন দেশে যখন ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে, এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়িস শুক্রবার বলেন, 'এই অবস্থা থেকে বিশ্ববাসীকে ভ্যাকসিন রক্ষা করতে পারে। তবে, বিশ্বের সব জনগোষ্ঠির জন্য টিকার ব্যবস্থা করতে সময় লাগবে।'

পোপের বড়দিনের বার্তায়ও 'সবার জন্য ভ্যাকসিন' নিশ্চিতের আহ্বান করা হয়।

করোনা মহামারিতে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৭ লাখ লোক মারা গেলেও, কয়েকটি দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় ২০২১ সালের জন্য আশার আলো দেখতে শুরু করেছে বিশ্ববাসী।

তবে, ফ্রান্সে ভ্যাকসিনের প্রথম ডোজ পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে দেশটিতে যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন শনাক্তের খবর নিশ্চিত করা হয়। যুক্তরাজ্যফেরত এক ব্যক্তি এতে আক্রান্ত হয়েছেন।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশ নতুন স্ট্রেইন শনাক্তের খবর জানিয়েছে, যা খুব দ্রুত সংক্রমিত হয়। নতুন স্ট্রেইনের কারণে যুক্তরাজ্যে নতুন করে লকডাউন শুরু হয়েছে। দেশটিতে ভ্রমণ স্থগিত করেছে বিশ্বের অনেক দেশ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago