চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ
বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আজ রোববার সকাল সাড়ে ১১টায় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানিতে শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে আমদানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্র খাদ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে নিয়ন্ত্রিত পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির অনুমতি দেওয়া হবে। সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এ ছাড়া খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লাসহ খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments