বড়লেখা পৌরসভা নির্বাচন কাল

ইভিএমএ মক ভোট দিলো ১০ শতাংশ ভোটার

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। গতকাল শনিবার ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তাই নিয়ে মক ভোট অনুষ্ঠিত হয়। ছবি: স্টার

প্রথমধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এই প্রথমবার বড়লেখায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ হতে যাচ্ছে। তবে ১৫ হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে দেড় হাজার ভোটার গতকাল শনিবার মক ভোটে অংশ নেন।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তা ভোটারদের শেখাতে শনিবার মক ভোটের আয়োজন করে উপজেলা নির্বাচন কার্যালয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এতে অংশ নেয় ভোটারের মাত্র ১০ শতাংশ।

গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বড়লেখা সরকারি কলেজ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয় তা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন। এসব কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।

এদিন বিভিন্ন এলাকার অন্তত ১৫ জন ভোটারের সঙ্গে কথা হয়। তাদের প্রায় সবাই বলছিলেন, ইভিএমে ভোট দেওয়া ঝামেলার বিষয়, তাই তারা যাননি।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার হাটবন্দ এলাকার এক ভোটার বলেন, ‘এমনিতেই ভোট নিয়ে নানা ঝামেলা হয়। এবার নাকি মেশিনে ভোট দিতে হবে। মেশিনে ভোট দেওয়া নিয়ে নানা কথা শুনি। যেখানেই চাপ দেই না কেন তা নাকি একটা মার্কায় চলে যাবে। এমনটা সত্যি হলে তো চিন্তার বিষয়।’ 

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘ইভিএমে প্রথমবার ভোট হচ্ছে। এ সম্পর্কে ভোটারদের তেমন কোনো অভিজ্ঞতা নেই। এজন্য আরও আগে থেকে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। আজকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একদিনে সব ভোটারকে তা বোঝানো সম্ভব বলে মনে হয় না।’

তবে বারইগ্রাম এলাকার কারমরুজ্জমান রাসেল বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া সহজ। ইউটিউবে দেখেছি কীভাবে ভোট দিতে হয়। এছাড়া কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণও নিয়েছি। এতে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’ 

বড়লেখা সরকারি কলেজ ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেক জনের দেওয়ার কোনো সুযোগ নেই। ইভিএমে মানুষের আগ্রহ আছে। বিশেষ করে তরুণদের।’ 

এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয় তা আমরা ভোটারদের শিখিয়েছি। ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে গতকাল। তবে আমরা প্রচার প্রচারণায় কোন ঘাটতি রাখিনি। আশা করছি নির্বাচনের দিন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসবেন।’

বড়লেখা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৯২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ৪৩টি বুথে ভোট গ্রহণ হবে।

Comments

The Daily Star  | English
Vehicle sales decline Bangladesh

Vehicle sales plunged in 2024

This marked the steepest decline since the Covid-19 pandemic, when roughly 3.8 lakh vehicles were registered with the BRTA

13h ago