মারা গেছেন দেওয়ানবাগী পীর
রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এ-খোদা মারা গেছেন। তিনি দেওয়ানবাগী নামেই অধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
দেওয়ানবাগ শরীফ থেকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলা হয়, আজ সোমবার সকালে তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌণে ৭টার দিকে তার মৃত্যু হয়।
১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ মাহবুব-এ-খোদা। তার বাবা সৈয়দ আবদুর রশিদ সরদার এবং মা সৈয়দা জোবেদা খাতুন।
Comments