চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ১৮০৪ রোহিঙ্গা

ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ৪২৮টি পরিবারের এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নেভি জাহাজ।
এর আগে, ভাসানচরে নেওয়ার উদ্দেশ্যে গতকাল কক্সবাজারের উখিয়া থেকে তাদের চট্টগ্রামে নেওয়া হয়। গত রাতে তারা সেখানেই ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভাসানচরে যেতে ইচ্ছুক এসব রোহিঙ্গাদের বাসে করে চট্টগ্রামে নেওয়া হয়েছিল।
গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। তার আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটকে পড়া আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল। আজ দ্বিতীয় ধাপে এক হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে ভাসানচরে।
আরও পড়ুন:
Comments