জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরগুনা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বরগুনা থানার সামনে ঘণ্টাব্যাপি কর্মসূচি পালন করে ইউনিয়নের সদস্যরা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
তারা বলেন, নামমাত্র বেতনে চাকরি করে গ্রামের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন তারা। যে বেতন দেয়া হচ্ছে এতে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাতে কষ্ট। বেতন বাড়ানোর আবেদন করেন তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
Comments