কুমিল্লায় ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন শাসনগাছা রেলক্রসিংয়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও আরও তিন জন আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের মাস্টার সফিকুর রহমান।
নিহত যাত্রীর নাম ফরিদ মুন্সি। তার বয়স সত্তোরোর্ধ্ব। আহত তিন জন হলেন— ফরিদের স্ত্রী পেয়ারা বেগম, মেয়ে আখি আক্তার এবং অটোরিকশাচালক রাকিবুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার দেখাতে আজ ভোরে দেবিদ্বার থেকে কুমিল্লায় আসেন ফরিদ মুন্সি। পরে কুমিল্লার শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিংয়ে সিগন্যাল অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ ঘটনায় অটোরিকশাচালকসহ চার জন আহত হন। পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন আছেন তার স্ত্রী পেয়ারা, মেয়ে আখি ও অটোরিকশাচালক (নিহতের ভাগিনা) রাকিবুল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝুঁকি নিয়ে রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক শ মিটার দূরে গিয়ে পড়ে।
ট্রেনটি বর্তমানে প্ল্যাটফর্মেই রয়েছে বলে জানিয়ে স্টেশন মাস্টার সফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনটির এয়ার পাইপ মেরামত করা হচ্ছে।’
Comments