ভারতে যুক্তরাজ্যফেরত আরও ১৪ জনের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

যুক্তরাজ্যফেরত আরও ১৪ ভারতীয় নাগরিকের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ২০ জনের শরীরে নতুন স্ট্রেইন শনাক্ত হলো।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে ৩৩ হাজার যাত্রী ফিরেছেন। যাদের মধ্যে ১১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। তাদের নমুনা ‘জিনোম সিকোয়েন্সিং’র জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে মোট ২০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে।

এর আগে, গতকাল প্রথম দেশটিতে যুক্তরাজ্যফেরত ছয় জনের শরীরে নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেন আবিষ্কারের পর এখন পর্যন্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে।

নতুন স্ট্রেইন শনাক্তের পর ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ভারত।

আরও পড়ুন:

ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

লন্ডন থেকে দিল্লি ফেরা ৬ জনের করোনা শনাক্ত

অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসের নতুন স্ট্রেইন, আক্রান্ত ২

নতুন স্ট্রেইনের কাছাকাছি ভাইরাস দেশে আগে থেকেই আছে: বিসিএসআইআর

করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন ‘আরও দ্রুত ছড়ায়’, বড়দিনে কঠোর সতর্কতা

করোনার নতুন স্ট্রেইন মোকাবিলায় ভারতের কর্ণাটকে নাইট কারফিউ

‘বিসিএসআইআর নতুন স্ট্রেইন আবিষ্কার করে বসে আছে! জানাবে না?’

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

27m ago