বরিশালে নানা আয়োজনে শিল্পাচার্যের ১০৬তম জন্মবার্ষিকী উদযাপিত

নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী।
প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান। ছবি: স্টার

নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে চারুকলা বরিশালের আয়োজনে ৪০ জন শিল্পীর শিল্পকর্ম অশ্বিনী কুমার হল চত্বরে প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে লোকসঙ্গীত পরিবেশন করে আপন সঙ্গীত সংগঠন।

প্রদর্শনীতে গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব ছাড়াও শিল্পাচার্যকে নিয়ে আঁকা ছবি স্থান পায়। জল রং, পেন্সিল ও প্যাস্টেল দিয়ে বরিশালের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা আঁকেন ছবি।

বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান প্রদর্শনীর উদ্বোধন করতে এসে বলেন, ‘শিল্পাচার্য আমার দেশের অহংকার। তিনি আমাদের দেশের পরিচিতি তুলে ধরেছে বিশ্বের সর্বত্র। তাকে বাঁচিয়ে রাখতে হলে তার অংকন ঐতিহ্য সবার কাছে তুলে ধরা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মাননীয় সচিব আমিনুল ইসলাম খান। আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র ড. কাজী মোজাম্মেল হোসেন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন আকাশ, শিশু সংগঠক ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

1h ago