দেড় বছর পর ডিএসইর সূচক ছাড়াল ৫৪০০ পয়েন্ট

স্টার ফাইল ফটো

সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় চলতি বছরের শেষ কার্যদিবস পার করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেড় বছর পর আজ বুধবার ঢাকার পুঁজিবাজারের সূচক ৫৪০০ পয়েন্ট ছাড়িয়ে যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ৪৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৪০২ পয়েন্ট। যা ২০১৯ সালের ৩১ জুনের পর সর্বোচ্চ, ওইদিন ডিএসইর সূচক ছিল ৫৪২১ পয়েন্ট।

গত ছয় কর্মদিবস ধরেই পুঁজিবাজারের সূচক বেড়েছে। এ ছয় দিনে সূচক বেড়েছে ৩০৪ পয়েন্ট।

পুঁজিবাজারে ২০০৫ সাল থেকে বিনিয়োগ করে আসছেন ফারুক আহমেদ। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন শুরুর পর থেকে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠছেন।

‘এই ভ্যাকসিন একধরনের আশা কারণ ভ্যাকসিন কার্যকর হলে বিশ্ব অর্থনীতি এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে,’ বলেন তিনি।

আজ ডিএসইর লেনদেন ১১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে ১৫৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩৬২টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A gazette notification was issued in this regard by Public Security Division of the home ministry

3h ago