ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে বিস্মিত বিসিবি
করোনাভাইরাসের কারণে দশ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে তাই স্বাভাবিক কারণেই তৈরি ছিল বাড়তি উন্মাদনা। তবে সেই উন্মাদনায় জল ঢেলে মঙ্গলবার একটি দ্বিতীয় সারির দল ঘোষণা দেয় ক্রিকেট উইন্ডিজ। এতে একদম বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় তারকারা না আসায় এই সিরিজে সম্প্রচার সত্ত্ব থেকে আয় নিয়েও উদ্বেগ তাদের।
তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাদের দুই সংস্করণের দলে নেই নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগই।
জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্র্যাভো, শেই হোপ, শামরাহ ব্রোকস, রোস্টন চেজ, শেলডন কোটরেল, এভিন লুইস, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান আসছেন না করোনা ভীতিতে। ব্যক্তিগত কারণে নেই ফ্যাবিয়ান অ্যালান ও শেন ডওরিচ।
আরও পড়ুন- দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
করোনা মহামারির একদম তুঙ্গে থাকা অবস্থায় গত মে মাসে ইংল্যান্ড সফর করেছিলেন এই ক্রিকেটাররাই। এখন সেই পরিস্থিতির অনেকটা উন্নতির পরও বাংলাদেশে তারা আসছেন না। ক্যারিবিয়ানদের এই স্কোয়াড দেখে দ্য ডেইলি স্টারের কাছে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘সত্যি কথা বলতে আমরা একটু বিস্মিত এটা দেখে যে তারা ৮০-৯০ ভাগ নিয়মিত খেলোয়াড় কোভিড ভীতিতে আসছে না। আমরা এটা আশা করিনি। অথচ তাদের প্রতিনিধি দল আমাদের এখানে এসে সব খতিয়ে দেখে সন্তুষ্ট ছিল।’
ঘরোয়া ক্রিকেট ফেরানোর পর দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সর্বোচ্চ সতর্ক পথে হেঁটেছে বিসিবি। সব প্রস্তুতির পরও তারকাবিহীন সফরকারী দল বোর্ডকে অস্বস্তিতে ফেলছে। ঘরের মাঠে যেকোনো সিরিজে বিসিবির আয়েরপ্রধান খাত সম্প্রচার সত্ত্ব বিক্রি। দ্বিতীয় সারির দলের সঙ্গে খেলা হওয়ায় এবার সেটা নিয়েও তারা উদ্বিগ্ন বলে জানালেন জালাল, ‘দেখেন সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি। করোনা মহামারির পর এটা আমাদের প্রথম সিরিজ। অর্থনৈতিক ব্যাপারও এখানে আছে। ব্রডকাস্টিংয়ের ব্যাপার আছে। বড় তারকারা না থাকলে এই জায়গায় আমাদের জন্য কঠিন। কারণ দিনশেষে আমাদেরকে এই পণ্য বিক্রি করতে হয়।’
Comments