খাল বক্স-কালভার্টের দায়িত্ব উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের

নগরীর দীর্ঘদিনের পুরনো সমস্যা— জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ও ১০ কিলোমিটার বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।

নগরীর দীর্ঘদিনের পুরনো সমস্যা— জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ও ১০ কিলোমিটার বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান নিজ নিজ সংস্থার পক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছেন।

ঢাকা ওয়াসা ১৯৮৮ সাল থেকে নগরীর ২৬টি খাল (৮৪ দশমিক ৫ কিলোমিটার) ও ৩৮৫ কিলোমিটার ড্রেন ও ১০ কিলোমিটার বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণ করে আসছে।

এছাড়াও, সিটি করপোরেশন দুটি প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার পাইপ ড্রেন ও খোলা ড্রেন রক্ষণাবেক্ষণ করছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘এখন থেকে নগরীর জলাবদ্ধতা নিরসনের সব দায়িত্ব দুই সিটি করপোরেশনের। তারা অন্যান্য সংস্থা ও নগরবাসীর সহায়তা নিয়ে এ কাজ করবে।’

তিনি জানিয়েছেন, তারা এই ইস্যু দিয়ে বৈঠক করেছেন এবং গত মাসে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ও প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ওয়াসা প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতিসহ নগরীর খাল-ড্রেনেজ ব্যবস্থা দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে।

অনুষ্ঠানে দুই সিটি করপোরেশনের মেয়ররাও বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English
Govt job seekers block Shahbagh with demand to raise age limit to 35yrs

Govt job seekers block Shahbagh with demand to raise age limit to 35yrs

Hundreds of job seekers today demonstrated at Dhaka's Shahbagh, blocking the intersection to press home their demand for raising the age limit for applying form government jobs from 30 to 35

3h ago