খাল বক্স-কালভার্টের দায়িত্ব উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের
নগরীর দীর্ঘদিনের পুরনো সমস্যা— জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াসার কাছ থেকে ২৬টি খাল ও ১০ কিলোমিটার বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী, উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান নিজ নিজ সংস্থার পক্ষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছেন।
ঢাকা ওয়াসা ১৯৮৮ সাল থেকে নগরীর ২৬টি খাল (৮৪ দশমিক ৫ কিলোমিটার) ও ৩৮৫ কিলোমিটার ড্রেন ও ১০ কিলোমিটার বক্স কালভার্ট রক্ষণাবেক্ষণ করে আসছে।
এছাড়াও, সিটি করপোরেশন দুটি প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার পাইপ ড্রেন ও খোলা ড্রেন রক্ষণাবেক্ষণ করছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘এখন থেকে নগরীর জলাবদ্ধতা নিরসনের সব দায়িত্ব দুই সিটি করপোরেশনের। তারা অন্যান্য সংস্থা ও নগরবাসীর সহায়তা নিয়ে এ কাজ করবে।’
তিনি জানিয়েছেন, তারা এই ইস্যু দিয়ে বৈঠক করেছেন এবং গত মাসে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ও প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ওয়াসা প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতিসহ নগরীর খাল-ড্রেনেজ ব্যবস্থা দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে।
অনুষ্ঠানে দুই সিটি করপোরেশনের মেয়ররাও বক্তব্য রাখেন।
Comments