ফরাসি নাগরিক হতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের বাবা
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তিনি ফরাসি পাসপোর্টের জন্য আবেদন করবেন।
জনসনের বাবা স্ট্যানলি জনসন আরটিএল রেডিওকে বলেছেন, ফ্রান্সের সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে তিনি ফরাসি নাগরিক হতে চান।
২০১৬ সালে ব্রিটেনের গণভোটে তিনি ভোট দিয়েছিলেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
৮০ বছরের স্ট্যানলি জনসন ফরাসি ভাষায় বলেন, ‘যদি আমি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমি ফরাসি। আমার মা ফ্রান্সে জন্মগ্রহণ করেন। আমার মায়ের মা তার পিতামহের মতোই পুরোপুরি ফরাসি ছিলেন। তাই আমার যা আছে, তা আমি পুনরুদ্ধার করতে চাই। আর তাতে আমি খুশি হব।’
‘এটা নিশ্চিত, আমি সবসময় একজন ইউরোপীয় হতে চাই। কেউ ব্রিটিশ জনগণকে বলতে পারে না: আপনি ইউরোপীয় নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ,’ যোগ করেন তিনি।
তার ছেলে বরিস জনসন ২০১৬ সালের গণভোটে ক্যাম্পেইনে প্রকাশ্যে বলেছিলেন, আমলাতান্ত্রিক ইউরোপীয় ইউনিয়নের বাইরে ব্রিটেন সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে ‘সমৃদ্ধি’ লাভ করতে পারে।
কিন্তু, বুধবার প্রধানমন্ত্রী তার সুর নমনীয় করেন, যখন সংসদ ইইউ-এর সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশ হিসেবে ব্রিটেনের এটিই শেষ নয়… আমরা এটি অব্যাহত রাখব।’
বৃহস্পতিবার রাতে ৪৮ বছর পর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে।
Comments