ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ১

ছবি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে নুর আলম। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে নুর আলমকে আটক করে।’     

সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নুর আলম একটি ইট নিয়ে দুহাত দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালটিতে আঘাত করছে। আর পাশেই মানুষজন ভিড় করে তা দেখছে।  

গত ৭ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করে।

সেই নির্দেশনা মোতাবেক কী ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এমন প্রশ্নের জবাবে ওসি প্রদীপ কুমার বলেন, ‘যেখানে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙচুর করা হয়েছে সেটির অবস্থান শহরের মধ্যস্থলে। এ কারণে এটি অপ্রত্যাশিত একটি ঘটনা।’ 

‘তারপরেও পুলিশ টহল অব্যাহত থাকায় তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তিকে পুলিশ আটক করেছে,’ বলেন তিনি।      

বাজারে বসানো সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এর পেছনে অন্য কারো ইন্ধন আছে কিনা তা খুঁজে বের করতে আটক নুর আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল আছে এমন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে স্থাপিত ম্যুরালের নিরাপত্তায় গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।’  

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক ক্ষোভ প্রকাশ করে  বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার পেছনে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের একটা অংশ জড়িত থাকতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

39m ago