রাজশাহীতে মদপানে ৩ জনের মৃত্যু
রাজশাহীতে মদপানে বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিউ ইয়ার উপলক্ষে অনেকে মদপান করেছেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।’
হাসপাতাল সূত্র জানায়, গত রাত থেকে আজ সকালের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন— ফাইসাল (২৮), সজল (২৫) ও সাগর (২৫)। হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখ করা হয়েছে, ফাইসাল নগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে। গতকাল রাত ৮টা ২০ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ রাত ১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সজলের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শান্তাপাড়া গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম। সজল তেরখাদিয়া এলাকায় বসবাস করতেন। আজ সকাল ৬টার দকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাগর নগরীর বাকীর মোড় এলাকার উত্তমের ছেলে। মদপানে অসুস্থ হয়ে পড়ায় আজ রাত ২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
সূত্র আরও জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মদপানে অসুস্থ আরও দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এরা হলেন— হেতেমখাঁন এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে তুহিন (২৬) এবং একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২)। তারা হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
Comments