দ্বিতীয় টেস্টেও নেই বাবর আজম
সব সংস্করণের অধিনায়কত্ব পেয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন বাবর আজম। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস দলের সঙ্গে থাকলেও সফরে একটিও ম্যাচ খেলা হচ্ছে না তার।
অনুশীলনে চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গিয়েছিলেন। আশা ছিল মাউন্ট মাঙ্গুনুইতে প্রথম টেস্টে তাকে পাবে দল। ফিরতে পারেননি। দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা ছিল অনেক উজ্জ্বল। কিন্তু শেষ মুহূর্তে সেটাও ভেস্তে গেল।
পাকিস্তান টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, এখনো চোট না সারায় ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না বাবর। তার অনুপস্থিতিতে আবার নেতৃত্ব দেবেন কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
শুক্রবার ক্রাইস্টচার্চে পুরোদমে অনুশীলনে নেমেছিলেন দলের সেরা ব্যাটসম্যান বাবর। কিন্তু চিড় ধরা বুড়ো আঙুলে আবার ব্যথা অনুভব করলে চালাতে পারেননি অনুশীলন। তাকে নিয়ে তাই কোন ঝুঁকিতে যেতে চায় না পাকিস্তান।
পাকিস্তান জাতীয় দলের চিকিৎসক সোহেল সালিম এমন কথাই বলেছেন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে, ‘আমরা বাবরের চোটের উন্নতি দেখছি, কিন্তু তা এখনো পুরো সারেনি। সে আমাদের অধিনায়ক, দলের সেরা ব্যাটসম্যান। তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নেব না।’
‘পিসিবির মেডিকেল বিভাগ তার অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে। আশা করছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সে খেলবে।’
Comments