আশুগঞ্জ সার কারখানা কলোনি থেকে মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কলোনি থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ শনিবার দুপুরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘ঘরটিতে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) এমএলএসএস বোরহান উদ্দিন বাহার (৩৬) বসবাস করতেন। গত তিন দিন ধরে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বাহারকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে বাহারের সঙ্গে দেখা করতে তার এক আত্মীয় কলোনিতে আসেন। তিনিও কক্ষটি বন্ধ দেখতে পান। ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পাওয়ায় তিনি বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ থানায় অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।’
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি বোরহান উদ্দিন বাহারের। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় মরদেহ পচতে শুরু করেছে। চেহারা বিকৃত হয়ে গেছে। পুলিশ ঘরের ভেতরে ঢুকে কম্বল মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়’— বলেন জাবেদ মাহমুদ।
কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন বলেন, ‘বোরহান উদ্দিন বাহারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানা এলাকায়। তার পরিবারের সদস্যরা বাড়িতে বসবাস করেন। বাহার কলোনিতে একাই থাকতেন।’
Comments