চাঁদপুরে ৩টি লঞ্চ থেকে ৬৩ মণ জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে দুই হাজার ৫০০ কেজি (৬৩ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা।
আজ শনিবার ভোররাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে ভোলার দৌলতখান থেকে ঢাকাগামী এমভি সোনার তরী-২, হাতিয়ার চরফেশন থেকে ঢাকাগামী এমভি তাসরিফ-৩ এবং শরিয়তপুরের ঘোষের হাট থেকে ঢাকাগামী এমভি শাহরুক-১ লঞ্চে এই অভিযান চালানো হয়। এর মধ্যে এমভি সোনার তরী-২ থেকে এক হাজার ৮০০ কেজি, এমভি তাসরিফ-৩ থেকে ৪০০ কেজি ও এমভি শাহরুক-১ থেকে ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশান কমান্ডার লে. এম আসাসদুজ্জামান বলেন, ‘আমরা জব্দকৃত জাটকাগুলো আজ শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করেছি।’
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইলিশ রক্ষায় আমরা প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস পদ্মা-মেঘনায় জাটকা ধরা ও পরিবহন নিষিদ্ধ করেছি। জাটকা ধরা বা পরিবহন করার সময় কাউকে হাতেনাতে আটক করলে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা করে থাকি। কিন্তু, এই অভিযানে তিনটি লঞ্চে পরিত্যক্ত অবস্থায় ড্রামের ভেতর এসব জাটকা জব্দ করা হয়। এ কারণে কাউকে আটক করা যায়নি।’
‘লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারি, যারা এসব জাটকা লঞ্চে তুলেছেন তারা অন্যমালের কথা বলে বুকিং দিয়েছিলেন। আমরা লঞ্চ মালিকদের সতর্ক করেছি। আমাদের এই অভিযানে নিয়মিত সহযোগিতা করছেন নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা’, বলেন তিনি।
Comments