সেল্তার বিপক্ষে রামোসকে পাচ্ছে না রিয়াল
টানা ছয় ম্যাচ জয়ের পর আগের ম্যাচে এলচের বিপক্ষে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ফের জয়ের ধারায় ফিরতে মরিয়া দলটি। কিন্তু এর আগে বেশ বড় ধাক্কা খেয়েছে দলটি। টের পীড়ায় সেল্তা ভিগোর বিপক্ষে খেলতে পারছেন না অধিনায়ক সের্জিও রামোস।
মৌসুমের শুরু থেকেই একের পর এক জন খেলোয়াড়ের ইনজুরিতে নিজেদের সেরা একাদশটি নামাতে পারেননি কোচ জিনেদিন জিদান। তবে আগামী ম্যাচে সে সম্ভাবনাটা ছিল তার। কারণ এক রদ্রিগো ছাড়া দলের সব খেলোয়াড়ই ইনজুরি থেকে সেরে উঠেছেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সেরা একাদশ সাজানোর অপেক্ষা বাড়ল এ ফরাসি কোচের।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি আজ শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচে রিয়াল পাচ্ছে না নিয়মিত অধিনায়ককে। নতুন বছরের প্রথম ম্যাচটি তাদের খেলতে হচ্ছে অধিনায়ককে ছাড়া। তার জায়গায় একাদশে রাফায়েল ভারানের সঙ্গী হিসেবে নাচো ফার্নান্দেজের খেলার সম্ভাবনা জোরালো।
এদিকে নতুন কোচ এদুয়ার্দো কৌদেতের অধীনে যেন চলতি মৌসুমে দারুণ খেলছে সেল্তা। লিগে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা, অন্যটিতেও হারেনি। ১৪ গোল করার বিপরীতে মাত্র তিনটি গোল খেয়েছে দলটি। তাই তাদের বিপক্ষে রামোসকে ছাড়া মাঠে নামতে হওয়ায় কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন জিদান।
Comments