পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে শেষ হলো ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল

শহীদ ক্যাপ্টেন (অব) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান।
ছবি: বিএসজেএ

শহীদ ক্যাপ্টেন (অব) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শনিবার (২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২০ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান।

পাঁচ ডিসিপ্লিন নিয়ে প্রথমবারের মতো এ ফেস্টিভ্যাল আয়োজন করেন বিএসজেএ। ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস,দাবা ও কলব্রীজ এই পাঁচ ডিসিপ্লিন নিয়ে ছিল এবারের ফেস্টিভ্যাল।

ক্যারম একক-দ্বৈত এবং কলব্রীজে চ্যাম্পিয়ন হয়ে আসর সেরা খেলোয়াড় হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। ছয়টি ডিসিপ্লিনে অংশ নিয়ে ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়নসহ আসরে সর্বোচ্চ পাঁচটি পদক জিতেছেন ডেইলি স্টারের রামিন তালুকদার।

পাঁচ দিন ব্যাপী ইনডোর গেমসে বিভিন্ন ইভেন্টে জয়ীদের পাশাপাশি বিএসজেএ’র সিনিয়র সদস্যদের শুভেচ্ছা পুরস্কার দেয় পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন), বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ব্যাডমিন্টন কোচ ওয়াহিদুজ্জামান রাজু।

বিএসজেএর সভাপতি মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আবু সাদাত ও সদস্য সচিব আরাফাত জোবায়ের।

Comments

The Daily Star  | English

Inflation falls to 9.49% in November

Food inflation slipped to 10.76 percent last month from 12.56 percent in October.

1h ago