আন্তর্জাতিক

ভারতে কোভিশিল্ড, কোভ্যাক্সিন অনুমোদন

ভারতের কেন্দ্রীয় ড্রাগ কর্তৃপক্ষ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) রোববার সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদনের দিয়েছে। এসব ভ্যাকসিনের দুটি করে ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে ডিসিজিআই।

ভারতের কেন্দ্রীয় ড্রাগ কর্তৃপক্ষ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) রোববার সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদনের দিয়েছে। এসব ভ্যাকসিনের দুটি করে ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে ডিসিজিআই।

আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানিয়েছে।

ডিসিজিআইয়ের ভিজি সোমানি জানান, উভয় সংস্থা করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের তথ্য জমা দিয়েছে এবং তাদের ভ্যাকসিন জরুরি পরিস্থিতিতে ‘সীমিত ব্যবহারের’ অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) করোনভাইরাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটির (এসইসি) সুপারিশের ভিত্তিতে ডিসিজিআই এই অনুমোদন দিলো।

সিরাম ইনস্টিটিউটের ‘কোভিশিল্ড’ করোনভাইরাস ভ্যাকসিনের অনুমোদনের ঘোষণা দিয়ে ভিজি সোমানি বলেন, ২৩ হাজার ৭৪৫ জন অংশগ্রহণকারীর ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা করা হয় এবং ভ্যাকসিনের সামগ্রিক কার্যকারিতা ৭০ শতাংশেরও বেশি পাওয়া গেছে।

ডিসিজিআই আরও জানিয়েছে, ভারত বায়োটেকের করোনভাইরাস ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ নিরাপদ এবং এটির ভালো প্রতিরোধ ক্ষমতা আছে। জরুরি পরিস্থিতিতে কোভ্যাক্সিনও সীমিত আকারে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

2h ago