মেক্সিকোতে ফাইজারের ভ্যাকসিন নিয়ে আইসিইউতে চিকিৎসক
ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় মেক্সিকোর এক চিকিৎসককে হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, ফাইজারের ভ্যাকসিন নেওয়ার পর ৩২ বছর বয়সী এক নারী চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট ও ত্বকে লালচে দাগ দেখা দেয়। ওই চিকিৎসককে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন প্রদেশের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, তিনি (চিকিৎসক) এনসেফ্যালোমায়েলিটিসে আক্রান্ত হয়েছেন। এনসেফ্যালোমায়েলিটিস হলো তীব্র ভাইরাল সংক্রমণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে সৃষ্ট প্রদাহের সমস্যা।’
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আক্রান্ত ওই চিকিৎসকের আগে থেকেই অ্যালার্জির সমস্যা আছে। করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর কারও এনসেফ্যালোমায়েলিটিসে আক্রান্ত হওয়ার প্রমাণ এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া যায়নি।
ভ্যাকসিন নেওয়ার পর চিকিৎসকের হাসপাতালে ভর্তির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে তাত্ক্ষণিকভাবে ফাইজার ও বায়োএনটেকের মন্তব্য পাওয়া যায়নি।
মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫০০ জন।
গত ২৪ ডিসেম্বর থেকে প্রথম দফায় দেশটির স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
Comments