ভারতে ভ্যাকসিন অনুমোদনের খবরে চাঙ্গা পুঁজিবাজার
ভারতে করোনাভাইরাসের টিকা অনুমোদনের খবর বাংলাদেশের পুঁজিবাজারকে চাঙ্গা করে তুলেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তিন ঘণ্টার মধ্যেই প্রধান সূচক ১৯০ পয়েন্ট বা সাড়ে তিন শতাংশ বাড়ে।
রবিবার লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে ২৬১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির।
লেনদেন হয়েছে ১৪০৪ কোটি টাকা, যেখানে আগের কর্মদিবসে দিনশেষে লেনদেন হয়েছিল ১৫৪৩ কোটি টাকা।
বিনিয়োগকারী আব্দুল মোত্তালিব বলেন, ভারতের টিকা অনুমোদন বাংলাদেশের জন্যও আশাবাদ। এর কারণ বাংলাদেশ ভারতের সিরাম ইন্সটিটিউটের সাথে টিকার জন্য চুক্তি করেছে।
গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকার সিরাম ইন্সটিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করে যার আওতায় অক্সফোর্ডের ভ্যাকসিন কেনা হবে। প্রথম দফায় তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার কথা রয়েছে।
ভ্যাকসিনের অনুমোদনের খবরে পুঁজিবাজারে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। এমনকি দিনের বেশিরভাগ সময় এ শেয়ারটির কোনো বিক্রেতাই বাজারে ছিল না। অন্যদিকে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।
ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন আজ রবিবার এক সংবাদ সম্মেলনে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা ও তাদের দেশীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা অনুমোদনের ঘোষণা দেয়।
Comments