খাগড়াছড়িতে উদ্ধার ১৪০ কচ্ছপ ফেনী নদীতে অবমুক্ত
খাগড়াছড়ি থেকে পাচারকালে উদ্ধার হওয়া ১৪০টি কচ্ছপ জেলার রামগড়ের ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে অবমুক্ত করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের পরিচালক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়লারমুখ চেকপোস্টে চট্টগ্রামের বারৈয়ারহাটগামী একটি মিনি ট্রাক তল্লাশি করে জীবিত অবস্থায় ১৪০টি কচ্ছপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে কচ্ছপগুলোকে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ফেনী নদীতে অবমুক্ত করা হয়।
Comments