যশোরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলা, গ্রেপ্তার ১
যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে হাসপাতাল চত্বরে ঘটে যাওয়া এ ঘটনায় শুভ্রারানী দেবনাথ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
আবু তৌহিদ উপজেলার নোয়ালী পারখাজুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি রাজগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত।
খবর পেয়ে তখনই মণিরামপুর হাসপাতালে আসেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
শুভ্রারানী বলেন, ‘সকালে হাসপাতালের প্রধান ফটকে দাঁড়িয়ে কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলার সময় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন আবু তৌহিদ। আমি জানতে চাই, উপ-স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে কেন সে এখানে এসেছে। কোনো উত্তর না দিয়ে সে আমার মুখে ও মাথায় ঘুষি, চড়-থাপ্পড় মারে। তখন সঙ্গে থাকা চিকিৎসকরা ও আমার গাড়িচালক আবু মুসা তাকে থামানোর চেষ্টা করেন।’
শুভ্রারানী দেবনাথের গাড়িচালক আবু মুসা বলেন, ‘মোটরসাইকেলে এসে ম্যাডামকে মারপিট করেন তৌহিদ। ওই সময় আমি তাকে জাপটে ধরে ম্যাডামকে রক্ষা করি।’
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া ও উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় শুভ্রারানী মামলা করেছেন। হামলাকারী থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। থানায় মামলা হয়েছে।’
Comments